স্বদেশ ডেস্ক:
ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন সরকারি ছুটি। একইসাথে পরের দিন ২৩ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিন সারাদেশে করোনা টিকাদান কার্যক্রম বন্ধ থাকছে। মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা: রোবেদ আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক ডা: রোবেদ আমিন বলেন, দেশে টিকা কার্যক্রম শুরু থেকেই সরকারি ছুটির দিনগুলোতে কার্যক্রম বন্ধ ছিল। তাই ঈদের ছুটিতে তিন দিন ও পরবর্তী দিন শুক্রবার থাকায় চার দিন এই কার্যক্রম বন্ধ থাকবে। ২৪ জুলাই থেকে যথারীতি আবারো টিকাদান কার্যক্রম শুরু হবে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, দেশে এ পর্যন্ত এক কোটি ১৪ লাখ ৯০ হাজার ৭৩৯ ডোজ টিকা দেয়া হয়েছে।