বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খালেদা জিয়া ঈদ করবেন ফিরোজায়

খালেদা জিয়া ঈদ করবেন ফিরোজায়

স্বদেশ ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের ভাড়া বাসা ফিরোজায় এবারের ঈদ (ঈদুল আজহা) উদযাপন করবেন। লকডাউন ও করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় দলের সিনিয়র নেতাদের বেশিরভাগই ঢাকায় ঈদ করবেন। ঢাকায় ঈদ করলেও নেতারা ইতোমধ্যে নিজ এলাকায় ঈদ উপহার ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী পাঠিয়েছেন বলে জানিয়েছেন।

গত ঈদের আগে (ঈদুল ফিতর) খালেদা জিয়া করোনা আক্রান্ত হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কারামুক্ত হওয়ার পর থেকে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় আছেন। বাসাতেই চিকিৎসা নিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বোন সেলিমা ইসলাম ও ভাই শামীম এস্কান্দারসহ পরিবারের কয়েকজন সদস্য নিয়েই এবার ঈদ কাটাবেন বলে পরিবারের সদস্যরা জানান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সাল থেকে তার পরিবার নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখানেই তিনি পরিবার ও দলের নেতাকর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ঈদ উদযাপন করবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে ঘুরে এসেছেন। তিনি ঈদ করবেন ঢাকায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ঈদের দিন ঢাকা থাকছেন।

দলের ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ঢাকায় ঈদ করবেন। করোনামুক্ত দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদও ঢাকায় ঈদ করবেন।

এ ছাড়া যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ইশরাক হোসেনসহ বেশিরভাগ কেন্দ্রীয় নেতা ঢাকায় ঈদ করবেন।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু নোয়াখালী, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার বরিশাল, খায়রুল কবির খোকন নরসিংদী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী লক্ষ্মীপুর, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু নাটোরের নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877