স্বদেশ ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্বশুর বাড়ি থেকে শাহ আলম (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৬ জুলাই বিকেল পুলিশ উপজেলার চৈথারকান্দার নৈকাহন জামাইপাড়া থেকে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠিয়েছে। তবে নিহত শাহ আলমের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। ১৫ জুলাই রাতে যে কোনো সময় শ্বশুর বাড়িতে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর শ্বশুর বাড়ি লোকজন পলাতক রয়েছে।
নিহতের ভাই দেলোয়ার হোসেন জানান, শাহ আলম স্ত্রী সুমীকে নিয়ে তার শ্বশুর বাড়ি চৈথারকান্দার নৈকাহন জামাইপাড়া এলাকায় বেড়াতে যায়। পরদিন আমরা শাহ আলমের মৃত সংবাদ পাই। রাতে যে কোনো সময় তাকে শারীরিক নির্যাতন শেষে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তিনি আরো বলেন, নিহতের অন্ডকোষ আঘাত করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা মমতাজ বেগম বার বার মূর্ছা যাচ্ছিলেন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ১৬ জুলাই বিকেলে নিহত শাহ আলমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শাহ আলমের গলায় দাগ ও অন্ডোকোষ ফুলা রয়েছে।