শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন

বিয়ে না করলে সাজা……..??!

বিয়ে না করলে সাজা……..??!

স্বদেশ ডেস্ক : আফ্রিকার ছোট্ট দেশ এরিত্রিয়ার সমস্ত পুরুষকে ন্যূনতম দুটি বিবাহ করতেই হবে যা দেশটির আইনে স্পষ্ট করে বলা হয়েছে। যদি দেশের কোনো পুরুষ বা নারী এই সিদ্ধান্তে আপত্তি করে, তা হলে শাস্তি হবে যাবজ্জীবন জেল। এমনই আজব আইনে সিলমোহর দিলো এরিত্রিয়া সরকার। রীতিমতো ধর্মীয় আইনের মাধ্যমে এই নির্দেশকে মান্যতা দিয়েছেন সে দেশের গ্র্যান্ড মুফতি।
সরকারি সূত্রে জানানো হয়েছে, দেশে পুরুষের আকাল পড়েছে। এর আগে দীর্ঘ দিন ইথিওপিয়ার সাথে যুদ্ধের কারণে অনেক পুরুষ হারিয়েছে এরিত্রিয়া। ক্রমশ পুরুষশূন্য হয়ে পড়ছে এই দেশ। তাই দেশের স্বার্থেই এই আইন বলবৎ করেছে সরকার।
প্রসঙ্গত, এরিত্রিয়ার জনসংখ্যা ৬৪ লাখেরও কিছু কম। এর এক দিকে সুদান আর ইথিওপিয়া, এক দিকে জিবুতি এবং অন্য এক দিকে লোহিত সাগর। দেশটি ইথিওপিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন হয় ১৯৯৩ সালে। ইন্টারনেট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877