বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন

৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ

৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ

স্বদেশ ডেস্ক:

সরকারি ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল আজ বিকেলে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানান, সন্ধ্যার পর থেকে আবেদনকারী প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল চলে যাবে। পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এ ফলাফল পাওয়া যাবে। আজ বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে আবেদন প্রক্রিয়া শেষ করা হলেও আদালতে মামলার কারণে আবেদনকারীদের ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। আদালতের নির্দেশনা মোতাবেক ৫১ হাজার ৭৩১টি পদে নিয়োগ দেওয়া হবে। বাকি শূন্য পদগুলো রিটকারীদের নিয়োগ দেওয়া হবে।

জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য গত ৩০ মার্চ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। আর  ৪ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়। চলে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। তবে প্রার্থীদের গত ৩ মে পর্যন্ত আবেদনের টাকা জমা নেওয়া হয়। এতে প্রায় এক কোটি আবেদন জমা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877