রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

রোনালদো ‘উন্মাদ ও অসুস্থ’ : রিয়াল সভাপতি

রোনালদো ‘উন্মাদ ও অসুস্থ’ : রিয়াল সভাপতি

স্পোর্টস ডেস্ক:

রিয়াল মাদ্রিদের বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের একের পর এক অডিও প্রকাশ পাচ্ছে স্প্যানিশ মিডিয়ায়। ক্লাবের বিভিন্ন খেলোয়াড়কে নিয়ে একেক সময় একেক ধরনের বেফাঁস মন্তব্য করেছেন তিনি। ইকের ক্যাসিয়াস ও রাউল গনসালেসের পর এবার ক্রিস্টিয়ানো রোনালদো ও মরিনহোকে নিয়ে মন্তব্য করা এক অডিও গণমাধ্যমে উঠে এসেছে।

রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ সময় মাঠ কাঁপানো সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে উন্মাদ ও অসুস্থ বলে মন্তব্য করেছেন পেরেজ। একইসঙ্গে ক্লাবের সাবেক কোচ হোসে মরিনহোকেও ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন তিনি।

২০১২ সালের এই অডিও প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম এল কনফিডেন্সিয়াল। অডিওতে পেরেজ বলতে শোনা যায়, ‘সে (রোনালদো) উন্মাদ, সে একজন গর্দভ। সে অসুস্থ। আপনার মনে হয় সে স্বাভাবিক? সে আসলে স্বাভাবিক না। নইলে সে যেসব কাজ করে এসব করতো না।’

সাবেক কোচ হোসে মরিনহোকেও ছেড়ে কথা বলেননি পেরেজ। দুই পর্তুগিজকে বাজে মন্তব্য করে তিনি বলেন, ‘ওদের প্রচুর অহংকার। কোচ (মরিনহো) এবং সে (রোনালদো) দুজনই নষ্ট হয়ে গেছে। তারা বাস্তবতা বুঝে না। ওরা দু’জনই অস্বাভাবিক এবং টাকা ছাড়া কিছুই বুঝে না। অথচ তারা উল্টো স্বভাবের হলে আরো বেশি টাকা কামাই করতে পারত।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877