স্বদেশ ডেস্ক: সিলেট শহরতলীর জাহাঙ্গীরনগর আবাসিক এলাকার লন্ডনী টিলার ওপর ও টিলার পাদদেশে বসবাস করছে শতাধিক পরিবার। ঝুঁকিপূর্ণ জেনেও কম দামে টিলায় জায়গা কিনে বসবাস করে আসছে তারা। গত সপ্তাহে টিলাধস আতঙ্ক দেখা দেয় সেখানকার বাসিন্দাদের মধ্যে। তবুও তারা টিলা ছাড়ছে না। শুধু জাহাঙ্গীরনগরের লন্ডনী টিলা নয়, এর পার্শ্ববর্তী নগরীর আখালিয়া এলাকার ভুতু টিলায় প্রায় ৭০টি পরিবারের মধ্যে ৪০টি পরিবারই বসবাস করছে ঝুঁকিপূর্ণভাবে। একই এলাকার তারাপুর বাগান টিলা, মজুমদার টিলা ছাড়াও নগরীর বালুচর এলাকার বিভিন্ন টিলার পাদদেশে ঝুঁকিতে রয়েছে কয়েক হাজার পরিবার। তাদের মতো নগরীর আশপাশ ও কয়েকটি উপজেলা মিলে ১০ হাজারের মতো পরিবার টিলা ও টিলার পাদদেশে রয়েছে। বৃষ্টি মৌসুমে ওইসব বসবাসকারীর মধ্যে টিলাধসের আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিন্তু কেউ স্বেচ্ছায় সরে যায় না। গত কয়েক দিন ধরে অব্যাহত বর্ষণের ফলে টিলাধসের আশঙ্কা থেকেই নড়েচড়ে বসেছে সিলেটের প্রশাসন। সোমবার সদর উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে পুনর্বাসনে অভিযান চালানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজের নেতৃত্বে অভিযানকালে খাদিমপাড়ার বহর ও টুকের বাজার ইউনিয়নের জাহাঙ্গীরনগর এলাকায় টিলার পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।