স্বদেশ ডেস্ক: রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার পরও প্রায় ১০ বছর কারাবাসের পর মুক্তি পেয়েছেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পাখিমারা গ্রামের বৃদ্ধ আজমত আলী মাস্টার। ১৬ জুলাই বেলা ১১টার দিকে জামালপুর কারাগার থেকে হাই কোর্টের আপিল বিভাগের নির্দেশে তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। জমি নিয়ে বিরোধের জেরে একটি হত্যা মামলায় ১৯৮৯ সালে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত আজমত আলীকে যাবজ্জীবন কারাদ-াদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আপিলের পাশপাশি রাষ্ট্রপতির কাছে আপিল করে আজমত আলীর পরিবার। ২০০৯ সালে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় আজমত মুক্তি পান। পরে তিনি চলে আসেন জামালপুরের গ্রামের বাড়ি সরিষাবাড়িতে। এর কয়েকদিন পরই পুলিশ ফের আজমতকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
আজমতের মেয়ে বিউটি খাতুন এ ব্যাপারে হাইকোর্টে আপিল করেন। আইন সহায়তা কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কারাবাসী আজমতকে নিঃশর্ত মুক্তি দেওয়ার নির্দেশ দেন। আপিল বিভাগের নির্দেশে বেলা ১১টার দিকে জামালপুর কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেন। জামালপুর কারাগারের জেল সুপার মকলেছুর রহমান জানান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশের কপি পাওয়া মাত্রই তাকে মুক্তি দেওয়া হয়েছে। তার মুক্তিতে কারা কর্তৃপক্ষ সন্তুষ্ট।