স্বদেশ ডেস্ক: পঞ্চগড়ের বোদায় স্ত্রীর দুই ভাইয়ের কাফনের কাপড় কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায নিহত হযেেছন স্বামী হবিবর রহমান ও তার বন্ধু মোকসেদুল। ১৬ জুলাই সকালে জেলার বোদা উপজেলার সাকোয়া বাজার নামক এলাকার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত হবিবর রহমান বোদা উপজেলার কালিয়াগঞ্জ এলাকার সারোয়ার আলীর ছেলে। এবং নিহত অপর আরোহী মোকসেদুল এর বাড়ি একই উপজেলার চঁন্দনবাড়ি এলাকায়। স্থানীয়রা জানায়, হবিবর রহমানের স্ত্রীর বড় ভাই কালাম অসুস্থ হয়ে সোমবার মৃত্যুবরণ করেন। বড় ভাইযরে মৃত্যুর সংবাদ শুনে ছোট ভাই গিয়াস উদ্দিন হƒদরোগে আক্রান্ত হয়ে নিজেও মৃত্যুবরণ করেন।
পুলিশের দেয়া তথ্যমতে, স্ত্রীর দুই ভাইয়ের কাফনের কাপড় আনার জন্য মোকসেদুল ও তার বন্ধু মোটরসাইকেলে দেবীগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হবিবর নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ঘটনাস্থল থেকে অপর আরোহী মকছেদুলকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুরে রেফার্ড করে। রংপুরে নেয়ার পথেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান জানান, দুর্ঘটনার জন্য দাযী ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও এর চালককে আটক করা যায়নি।