স্বদেশ ডেস্ক: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ চলতি ১৪৪০ হিজরি সালে হজ সম্পাদনে বিশ্বের ৭২টি দেশ থেকে ১৩ হাজার বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছেন। দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী শায়খ ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শায়খ বলেন, খাদেমুল হারামাইন বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে আমন্ত্রিত ব্যক্তিরা সম্পূর্ণ সৌদি আরবের রাষ্ট্রীয় ব্যবস্থপনায় হজ পালন করবেন।
উল্লেখ্য, ১৪১৭ হিজরি থেকে প্রতি বছর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সারা বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের হজে আমন্ত্রণ জানিয়ে থাকেন।