স্বদেশ ডেস্ক: আগামি ১০০ বছরেও তালেবানের কাছে আত্মসমর্পন করবেন না বলে মন্তব্য করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এ দৃঢ়তা প্রকাশ করেন। বক্তব্যে গনি বলেন, তালেবানরা যদি মনে করে আমরা আত্মসমর্পণ করব তাহলে আগামী ১০০ বছরেও তাদের সে আশা পূরণ হবে না। আশরাফ গনি আরো বলেন, আত্মসমর্পনের কোনো ঘটনা ঘটবে না। বরঞ্চ এখন সময় এসেছে শক্তিমত্তা, প্রত্যয় ও জাতীয় সংহতি প্রদর্শনের। তিনি বলেন, আফগানিস্তানে সকল রক্তপাত ও জানমালের ক্ষয়ক্ষতির দায়ভার তালেবানকেই বহন করতে হবে।
তালেবানের বিরুদ্ধে যুদ্ধে দৃঢ়তা দেখালেও দেশটির অনেক এলাকাই দখল করে নিয়েছে তালেবান। বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়া শুরু করতেই সেই সুযোগকে কাজে লাগাচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীটি। প্রায় ৮০টি জেলা দখল করেছে তালেবান, এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমের খবরে। সরকারি বাহিনী যদিও কিছু জেলা পুনরুদ্ধার করেছে। আবার কোথাও তুমুল যুদ্ধ চলছে দুই পক্ষের মধ্যে।