স্বদেশ ডেস্ক: এমন ঘটনা আগে দেখেনি ক্রিকেট বিশ্ব। প্রথমে মূল ম্যাচ হলো টাই, এরপর সুপার ওভারও টাই হয়ে গেল। দুই দল কিছুতেই পরস্পরকে ছাড়িয়ে যেতে পারছিল না। অবশেষে এই নাটকের শেষ হলো বাউন্ডারির হিসেবে। বেশি বাউন্ডারি মারার সুবাদে বিশ্ব চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড।
এমন জমজমাট বিশ্বকাপ ফাইনাল আগে কখনো দেখা যায়নি। বিশ্বকাপ ফাইনাল তো বটেই, সাবেক ক্রিকেটার ও বিশেষজ্ঞরা বলছেন, এটাই সর্বকালের সেরা ক্রিকেট ম্যাচ শচীন টেন্ডুলকার, ভিভ রিচার্ডস, শেন ওয়ার্ন থেকে শুরু করে ব্রেন্ডন ম্যাককালাম বা অ্যান্ড্রু স্ট্রাউস; সবাই এক বাক্যে বলছেন, এমন খেলা তারা আগে দেখেননি। বেশির ভাগ কিংবদন্তিই তাদের বার্তা দিতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিজয়ী ইংল্যান্ড ও বিজিত নিউজিল্যান্ড, দুই দলকেই।
সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ও আইসিসির বিশ্বকাপ শুভেচ্ছাদূত শচীন টেন্ডুলকার তার টুইটারে লিখেছেন, ‘এটা এমন একটা খেলা, যা প্রথম বল থেকে ৬১২তম বল পর্যন্ত জোয়ার-ভাটার মতো হলো। নিউজিল্যান্ডের জন্য খারাপ লাগছে। ইংল্যান্ড যা যা করেছে, তার সবাই নিউজিল্যান্ড করেছে। কিন্তু অল্পের জন্য পারেনি তারা। ইংল্যান্ডকে অভিনন্দন।’ স্যার ভিভ রিচার্ডস লিখেছেন, ‘কী অসাধারণ এক ক্রিকেট ম্যাচ। বনেদি এক ভেনুতে নখ কামড়ানো সমাপ্তি। এই খেলাটা ইতিহাসে ঢুকে যাওয়ার মতো খেলা।’
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন লিখেছেন, ‘আমি এই মাত্র যা দেখলাম, তা বিশ্বাস করতে পারছি না। আমরা যারা ধারাভাষ্য দিয়েছি, তাদেরই আবেগ ধরে রাখা কঠিন ছিল। আর খেলোয়াড়দের তাহলে কী অবস্থা? তারা মাঠে সবটা দিয়েছে।’ সাবেক ইংলিশ স্পিনার গ্রায়াম সোয়ান অবশ্য নিউজিল্যান্ডকেই অভিনন্দন জানিয়েছেন, ‘অবিশ্বাস্য ম্যাচ। নিউজিল্যান্ডের উচিত নিজেদের নিয়ে গর্ব করা। তাদের পক্ষে ভাগ্য ছিল না। কিন্তু তারা চাপের মুখে অসাধারণ পারফরম করেছে।’
নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিস লিখেছেন, ‘দুই দলকেই অবিশ্বাস্য এই বিশ্বকাপ ফাইনালের জন্য অভিনন্দন। দুটি চ্যাম্পিয়ন দলের অসাধারণ চেষ্টা ছিল।’ অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন বলেছেন, ‘ইংল্যান্ড পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ দল ছিল। কিন্তু আমার মনে হয়েছে, আজ নিউজিল্যান্ড শ্রেয়তর দল ছিল।’
নিউজিল্যান্ডকে ভালোবাসা জানিয়ে হরভজন সিং লিখেছেন, ‘দলটার জন্য অনেক ভালোবাসা। তারা হৃদয় জিতে নিয়েছে, যেটা কাপের চেয়ে বড়।’ একই ধরনের কথা লিখেছেন শোয়েব আখতার, ‘ইংল্যান্ড কাপ জিতেছে। কিন্তু নিউজিল্যান্ড লোকেদের হৃদয় জিতেছে।’ মাহেলা জয়াবর্ধনেও দুই দলকে অভিনন্দন জানাতে গিয়ে বলেছেন, ‘কী অসাধারণ ফাইনাল। নিউজিল্যান্ডের জন্য খারাপ লাগছে। ইংল্যান্ড অসাধারণ করেছে। কোনো কথা খুঁজে পাচ্ছি না।’