মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

ভারতে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়াল

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১

স্বদেশ ডেস্ক:

ভারতে করোনায় আক্রান্ত বা কোভিড-১৯ রোগীদের মধ্যে মৃত্যু চার লাখ ছাড়িয়ে গেছে। আর আক্রান্ত সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে আরো কয়েক দিন আগে। শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে নতুন করে এক দিনে ৪৬ হাজার ৬১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রাণলয়ের ভাষ্য অনুযায়ী, দেশটিতে করোনা আক্রান্তদের সুস্থ হওয়ার হার ৯৭ ভাগ। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে দুই কোটি ৯৫ লাখ ৪৮ হাজার ৩০২ জন।

বর্তমানে ভারতে করোনার সক্রিয় রোগীর সংখ্যা পাঁচ লাখ নয় হাজার ৬৩৭ জন।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার ও আনন্দবাজার পত্রিকা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ