স্বদেশ ডেস্ক;
চীনকে ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে সনদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মশাবাহিত এই রোগ থেকে মুক্ত হতে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশকে ৭০ বছর অপেক্ষা করতে হয়েছে।
চল্লিশের দশকে বছরে তিন কোটি লোক ম্যালেরিয়ায় আক্রান্ত হতো চীনে। কিন্তু সাম্প্রতিক চার বছরে চীনা কোনো নাগরিক স্থানীয়ভাবে ম্যালেরিয়ায় আক্রান্ত হননি। যে কারণে দেশটিকে এ সনদ দেওয়া হয়েছে। খবর ডয়েচে ভেলের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব টেড্রোনস আধানম গেব্রিয়াসেস বলেন, ম্যালেরিয়ামুক্ত হওয়ায় চীনকে আমি অভিনন্দন জানাচ্ছি।
এই সফলতা অনেক কষ্টে অর্জিত। কয়েক দশকের লক্ষ্য ও ক্রমাগত পদক্ষেপে তারা সফল হয়েছেন। এই ঘোষণার সঙ্গে চীন সেই সব দেশের তালিকায় স্থান পেয়েছে, যারা দেখিয়েছে ম্যালেরিয়ামুক্ত ভবিষ্যৎই টেকসই লক্ষ্যমাত্রা।
পরপর তিন বছর যেসব দেশ স্থানীয়ভাবে ম্যালেরিয়ামুক্ত থাকে, তারা ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে মর্যাদা পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আবেদন করতে পারে।
এক্ষেত্রে তাদের জোরালো প্রমাণ হাজির করতে হবে। পাশাপাশি আগামীতে সংক্রমণমুক্ত থাকার সক্ষমতাকে তুলে ধরতে হবে।
জেনেভাভিত্তিক স্বাস্থ্য সংস্থার ম্যালেরিয়ামুক্ত সনদ পাওয়া বিশ্বের চল্লিশতম দেশ চীন। এর আগে এল সালভাদর, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উজবেকিস্তান এই মর্যাদা পেয়েছে।
এ ছাড়া ৬১টি দেশ রয়েছে, যেখানে কখনো ম্যালেরিয়া সংক্রমণ ঘটেনি কিংবা কোনো পদক্ষেপ ছাড়াই রোগটি কমে গেছ। গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে প্রথম সনদ পেয়েছে চীন।