মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

ইসরাইলকে কথা দিলেন বাইডেন

স্বদেশ ডেস্ক: ইসরাইলকে কথা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার তার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট রুভেন রিভলিন। এ সময় বাইডেন তাকে কথা দেন। বলেন, তার ক্ষমতার মেয়াদে ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবেন না। এ সময় তিনি ইসরাইলের প্রতি তার প্রতিশ্রুতিকে বজ্রকঠিন বলে উল্লেখ করেন। একই সঙ্গে ইসরাইলে নবনির্বাচিত প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে শিগগিরই তার সাক্ষাৎ হবে বলে আশা প্রকাশ করেন বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে ইসরাইলের কোনো কর্মকর্তার সঙ্গে এটাই তার প্রথম বৈঠক। প্রধানমন্ত্রী হিসেবে বেনেট ক্ষমতা নেয়ার ঠিক এক সপ্তাহ পরে তাদের মধ্যে ওই বৈঠক হয়েছে ওভাল অফিসে। এ সময়ে দুই নেতা নানা ইস্যুতে আলোচনা করেন। উল্লেখ্য, ইরানের সঙ্গে ২০১৫ সালে সম্পাদিত পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন জো বাইডেন। তার আগেই তিনি ইসরাইলের সঙ্গে সম্পর্কের গিঁট আঁটোসাটোভাবে মেরে নিচ্ছেন। কিন্তু বাইডেন-রিভলিন বৈঠকের একটি সূত্র বলেছেন, রিভলিনকে বাইডেন কথা দিয়েছেন। তিনি কথা দিয়েছেন এক ও অভিন্ন লক্ষ্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের। তা হলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না। এ সময় ইসরাইলের আত্মরক্ষার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন আছে বলে জানিয়ে দিয়েছেন বাইডেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের ১১ দিনের যুদ্ধ নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। উল্লেখ্য, সাত বছর ক্ষমতায় থাকার পর আগামী ৭ই জুলাই প্রেসিডেন্ট হিসেবে রিভলিনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে প্রেসিডেন্ট হিসেবে তিনি সর্বশেষ বিদেশ সফরে রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877