বিনোদন ডেস্ক:
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান’র অফিসিয়াল সিলেকশনে স্থান পেয়েছে বাংলাদেশের সিনেমা। নাম ‘রেহানা মরিয়ম নূর’। এটি পরিচালনা করেছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ। প্রাইভেট মেডিক্যাল কলেজের একজন শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই এর গল্প। আর এই চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।
আগামী ৬ জুলাই দক্ষিণ ফ্রান্সের সাগরপারের শহর কানের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের পর্দা উঠবে। এতে অংশ নিতে গতকাল ভোরের একটি ফ্লাইটে প্যারিসের উদ্দেশে দেশ ছেড়েছেন এর অভিনেত্রী-নির্মাতাসহ সিনেমার একটি টিম।
দেশ ত্যাগ করার আগে বাঁধন বলেন, ‘বৃহস্পতিবার সকালেও আমরা নিশ্চিত ছিলাম না, ভিসা পাবো কি পাবো না। বিকেলে ভিসা হাতে পেয়েছি। আমাদের চলচ্চিত্রের এমন একটি অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত। এটা জীবনের কত বড় অর্জন, তা বলে বোঝানো যাবে না।’
তিনি আরও বলেন, ‘৬ জুলাই শুরু হচ্ছে কান উৎসব। তবে আমরা আগে যাচ্ছি কারণ, ওখানে গিয়ে আমাদের ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। যতটুকু জেনেছি, এবার সারা বিশ্ব থেকে আড়াই হাজার ফিল্ম থেকে প্রতিযোগিতায় স্থান পেয়েছে মাত্র ৪৪টি। এর মধ্যে একটি বাংলাদেশের “রেহানা মরিয়ম নূর”। যার মাধ্যমে প্রথমবার কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের কোনও ছবি স্থান পেলো। দোয়া করবেন, যাতে আমরা নতুন কিছু অর্জন নিয়েই দেশে ফিরতে পারি। সব ঠিক থাকলে আগামী ১৮ জুলাই দেশে ফেরা হবে।’
এই সিনেমার জন্য বাঁধনকে বেশ চ্যালেঞ্জ নিতে হয়েছে বলেও জানান তিনি। তার ভাষ্য, ‘অনেক চ্যালেঞ্জ নিয়ে আমি এই কাজটি করেছি। এর আগে অনেকেই আমাকে বলেছে, আমি হারিয়ে যাচ্ছি বা আমার ক্যারিয়ার শেষ। ঠিক সেসময়ে আমি এই কাজটি শুরু করি। এর জন্য দেড় বছর আমি অন্য কোনো কাজ করিনি। এখানে কাজ করতে গিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। আমার ভালো কাজের ক্ষুধা থেকেই এর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছিলাম।’