স্বদেশ ডেস্ক: ব্রাজিলে ৩০ লক্ষ ডোজ ভ্যাকসিন সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। এ খবর নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শুক্রবার এক টুইটে তিনি লিখেনঃ
“বিশ্বজুড়ে করোনাভাইরাস নিয়ন্ত্রণে এবং জীবন রক্ষায় আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্রাজিলে আমাদের অংশীদারদের জন্য ৩০ লক্ষ ডোজ ভ্যাকসিন সরবরাহ করেছি এটা ঘোষণা করতে পেরে আমি গর্বিত। আমরা যতো তাড়াতাড়ি সম্ভব বিশ্বের যতো বেশি সংখ্যক মানুষকে নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন সরবরাহ করা অব্যাহত রাখবো।”
এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস অ্যান্টনি ব্লিংকেনের টুইট রিটুইট করে লিখেনঃ
“বিতরণ করা এই করোনাভাইরাস ভ্যাকসিনের প্রতিটি ডোজের দ্বারা একটি জীবন বাঁচানোর সম্ভাবনা রয়েছে।”