বুধবার, ২৮ মে ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

৫২ হজযাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে বাস

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

স্বদেশ ডেস্ক: বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ৫২ জন হজযাত্রী। সংযুক্ত আরব আমিরাতে তাদের বহন করা একটি বাস আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে দুর্ঘটনার কবলে পড়ে।

তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আবুধাবি পুলিশের বরাত দিয়ে খালিজ টাইমস জানিয়েছে, ওই ৫২ জন ওমরাহ সম্পন্ন করে মক্কা থেকে ওমানে যাচ্ছিলেন। যাওয়ার পথেই আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ রোডে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধাতব রেলিংয়ে ধাক্কা খায়।

আবুধাবি ট্রাফিক পুলিশের বহিঃঅঞ্চল বিভাগের পরিচালক জানান, দুর্ঘটনার পরপরই যাত্রীদের উদ্ধার করতে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছে যান। তারা সকলেই সুস্থ আছেন। বিকল্প যানের ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত তাদের থাকার জায়গা, খাবার ও পানীয় নিশ্চিত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ