রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

করোনা সংক্রমিত মার্কিন নাগরিকদের গুয়ান্তানামো পাঠাতে চেয়েছিলেন ট্রাম্প

করোনা সংক্রমিত মার্কিন নাগরিকদের গুয়ান্তানামো পাঠাতে চেয়েছিলেন ট্রাম্প

স্বদেশ ডেস্ক:

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের করোনা সংক্রমিত নাগরিকদের গুয়ান্তানামো বে-তে পাঠানোর বিষয় বিবেচনা করছিলেন। সম্প্রতি প্রকাশিত একটি বইয়ের বরাত দিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে।

পত্রিকার তথ্য অনুসারে- ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে করোনা মোকাবেলার সময় সিচুয়েশন রুম থেকে প্রেসিডেন্ট ট্রাম্প তার সহকর্মীদের কাছে জানতে চেয়েছিলেন, ‘আমাদের কোনো দ্বীপ নেই?’ এরপর তিনিই বলেছিলেন, ‘গুয়ান্তানামো বে কেমন হবে?’

ট্রাম্পের এই কথা শুনে তার সহকর্মীরা অবাক হয়েছিলেন। ট্রাম্পের এ চিন্তা সেখানেই শেষ হয়, দ্বিতীয়বার আর উত্থাপিত হয়নি।

কিউবার কাছে গুয়ান্তামো বে-তে রয়েছে কুখ্যাত কারাগার যেখানে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের নামে মুসলিম দেশের বহু লোকজনকে ধরে আটকে রাখা হয়েছে। সেখানে তাদের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়।

ওই বইয়ের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্প বলেছিলেন, ‘আমরা পণ্য আমদানি করছি। আমরা ভাইরাস আমদানি করব না।’

আমেরিকায় করোনা মহামারী আকার ধারণ করার আগেই ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেছিলেন। পরবর্তীতে করোনা মোকাবেলায় চরম ব্যর্থতার জন্য ট্রাম্প প্রশাসন কঠোর সমালোচনার মুখে পড়ে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালেয়ের তথ্যমতে, করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আমেরিকায় এ পর্যন্ত ছয় লাখ এক হাজার মানুষ মারা গেছেন। এর মধ্যে চার লাখ মানুষ মারা গেছে ট্রাম্পের সময়ে।
সূত্র : পার্সটুডে

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877