বিনোদন ডেস্ক: গত ঈদে বাংলাভিশনে প্রচার হয় তাহসান-তিশা জুটির নাটক ‘লেডি কিলার’। এর পর এটি প্রকাশ করা হয় ইউটিউবে। নাটকে দুজনের অনবদ্য অভিনয় দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে।এরই ধারবাহিকতায় এবার ঈদেও ‘নারী মাস্তান’ রূপে দেখা যাবে তিশাকে। ‘লেডি কিলার’ নাটকের সিক্যুয়েল নির্মাণ করছেন নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ।
তিনি বলেন, ‘দর্শকদের ভালো লাগার কথা ভেবে এর সিক্যুয়েল নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে আমরা শুটিং শেষ করেছি।’
মাবরুর রশিদ বান্নাহ আরও বলেন,“‘লেডি কিলার’-এর গল্প যেখানে শেষ হয়েছে, ঠিক সেখান থেকে ‘লেডি কিলার ২’ এর গল্প শুরু হবে। এবারের গল্পে সমাজের বেশ কিছু দুর্নীতির বিরুদ্ধে তিশাকে লড়তে দেখা যাবে। আশা করি, গল্পটি সবার ভালো লাগবে।’
‘লেডি কিলার ২’ নাটকেও জুটি হয়েছেন তাহসান-তিশা। এতে আরও অভিনয় করেছেন জেরিন খান রত্না, সিয়াম নাসির, ইভান সাইর, শামীম, বাচ্চু প্রমুখ। কোরবানির ঈদে নাটকটি প্রচার হবে বাংলাভিশনে।