রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন

উদ্ধারের পর থানায় ডাক, ফের ‘আত্মগোপনে’ ত্ব-হার সঙ্গী ফিরোজ

উদ্ধারের পর থানায় ডাক, ফের ‘আত্মগোপনে’ ত্ব-হার সঙ্গী ফিরোজ

স্বদেশ ডেস্ক: ‘ব্যক্তিগত কারণে’ গাইবান্ধার ত্রিমোহনী এলাকায় বন্ধু শিহাবের বাসায় আত্মগোপনে ছিলেন আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। তার সঙ্গীরাও সেখানে ছিলেন। তাদের মধ্যে একজন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা মোহাম্মদ ফিরোজ আলম। ত্ব-হার সঙ্গে আজ শুক্রবার ভোরে তিনিও উদ্ধার হন। তবে, ফের ‘আত্মগোপনে’ গেছেন তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফিরোজকে সন্ধ্যায় থানায় আসার জন্য বলা হলেও তিনি আত্মগোপন করেছেন।’

মোহাম্মদ ফিরোজ আলম উপজেলার কিচক ইউনিয়নের ছাতিয়ানপাড়ার বাসিন্দা। তার বাবার নাম আনিছুর রহমান। ওসি বলেন, ‘ফিরোজ নিখোঁজ হওয়ার পর শিবগঞ্জ থানায় গত ১৪ জুন তার বাবা আনিছুর রহমান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শিবগঞ্জের মোকামতলা এলাকায় কোনো এক আত্মীয়ের বাড়িতে ছিলেন তিনি। শুক্রবার সকালে খোঁজ পাওয়ার পর তাকে থানায় ডাকা হয় বিষয়টি জানান জন্য। কিন্তু তিনি থানায় না এসে সেখান থেকেই আত্মগোপন করেছেন।’

ওসি আরও বলেন, ‘ফিরোজ আহলে হাদিসের অনুসারী ছিলেন। মতাদর্শগত বিষয়ে তার সঙ্গে হয়তো ত্ব-হার মিল ছিল। পার্বতীপুরের ইউনাইটেড এজেন্ট ব্যাংকিংয়ের শাখায় চাকরি করতেন তিনি। সেখান থেকে চাকরি ছেড়ে দেন এক বছর আগে। এরপর থেকে তিনি রংপুর-দিনাজপুরের বিভিন্ন এলাকায় যাওয়া-আসা করতেন। এখন তিনি আর কোনো কাজ করেন না। এর পরের বিষয় আমাদের কাছে জানা নেই। তিনভাই বোনের মধ্যে ফিরোজ বড়।’

ওসি সিরাজুল ইসলাম আরও বলেন, ‘ফিরোজের বাবা ভুল তথ্য দিয়ে থানায় জিডি করেছিলেন। তিনি রংপুরে মিসিং হলেও তার বাবা জিডিতে শিবগঞ্জের কথা লিখিছেন। এই বিষয়টি জানান জন্যই ফিরোজকে তার বাবাসহ থানায় ডাকা হয়েছিল।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877