স্বদেশ ডেস্ক: সরকারি নিষেধাজ্ঞা মেনে অস্ত্র জমা দেয়া শুরু করেছেন নিউজিল্যান্ডবাসীরা। চলতি বছরের মার্চ মাসে ক্রাইস্টচার্চে দুই মসজিদে এক অস্ট্রেলীয় বন্দুকধারীর আধা-স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে প্রার্থনারত মুসলমানদের ওপর হামলা চালান। এই ঘটনার পরপরই আধা-স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ ঘোষণা করে নিউজিল্যান্ড সরকার। এক ঘোষণায় জানায়, আধা-স্বয়ংক্রিয় অস্ত্রগুলো মালিকদের কাছ থেকে কিনে নেবে সরকার। ওই ঘোষণার বাস্তবায়ন হিসেবেই এই অস্ত্র জমা দেয়া শুরু হয়েছে। খবরে বলা হয়, অস্ত্র জমা দেয়ার প্রথম দিনে ক্রাইস্টচার্চে ২৫০ জনের বেশি মানুষ অস্ত্র জমা দেন। এর মধ্যে ২২৪ জন বন্দুকের মালিককে ২ লাখ ৩০ হাজার ডলার পরিশোধ করা হয়। অস্ত্রগুলো জমা নেয়ার পর ধ্বংস করে দেয়া হয়।