স্বদেশ ডেস্ক:
কোপা আমেরিকার ৩১ ফুটবলারের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ব্রাজিলের কোভিড পরিস্থিতি এমনিতেই উদ্বেগজনক, তার উপর ফুটবলারদের করোনা বাড়তি উদ্বেগ সৃষ্টি করেছে। শুধু ফুটবলাররাই নয়, ওই টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্ট আরও ১০ জনও এই ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানিয়েছে, কোপা আমেরিকার যে ১০ জন কর্মী আক্রান্ত হয়েছেন, তারা সবাই গত রোববার ব্রাসিলিয়ায় ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচে মাঠে দায়িত্ব পালন করেছেন।
কোপায় মাঠে নামার আগেই ভেনেজুয়েলার আট খেলোয়াড়সহ মোট ১৩ জন এবং বলিভিয়ার তিন খেলোয়াড়ের করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য পাওয়া যায়। যার কারণে ব্রাজিল ম্যাচে তাদের ছাড়াই খেলতে হয়েছে ভেনেজুয়েলাকে।