স্বদেশ ডেস্ক: থাইল্যান্ডে প্রথম ইনডোর এশিয়া কাপ হকিতে অভিষেকটা ভালো হয়নি বাংলাদেশের। ১৫ জুলাই প্রথম ম্যাচেই লাল-সবুজ দল হেরেছে বড় ব্যবধানে। জিমি-শিতুলরা শক্তিশালী মালয়েশিয়ার কাছে হেরেছে ৬-০ গোলে। চনবুরির ইনডোর স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে শুরু থেকে বাংলাদেশ পিছিয়ে ছিল। কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি মালয়েশিয়ার বিপক্ষে। ৪০ মিনিটের ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে ছিল ৪-০ গোলের ব্যবধানে। দ্বিতীয়ার্ধে অবশ্য দুগোলের বেশি দিতে পারেনি মালয়েশিয়া।
গোল হয়েছে ২, ৫, ১৫, ২০, ৩৭ ও ৩৯ মিনিটে। সিক্স-এ সাইড ইনডোর হকিতে এই প্রথমবার বাংলাদেশ অংশ নিয়েছে। প্রথম ম্যাচে হারের পর দলের সহকারী কোচ জাহিদ হোসেন রাজু জানান, ‘আমাদের গ্রুপটি এমনিতেই শক্তিশালী। তার ওপর ইনডোর হকিতে খেলার অভিজ্ঞতা নেই খেলোয়াড়দের। এই অবস্থায় প্রথম ম্যাচে কিছু ভুলের কারণে একাধিক গোল খেতে হয়েছে। তবে প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে কিছুটা গোছালো খেলা খেলেছি আমরা।’