রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন

সাকিবকে ছাড়াই জিতল মোহামেডান

সাকিবকে ছাড়াই জিতল মোহামেডান

স্বদেশ ডেস্ক:

অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়ে তিন ম্যাচ নিষিদ্ধ সাকিব আল হাসান। গুণতে হয়েছে পাঁচ লাখ টাকা জরিমানা। আপাতত মাঠের বাইরে তারকা এই অলরাউন্ডার। তবে তার দল জিতেছে ঢাকা প্রিমিয়ার লিগে।

রোববার সাভারের বিকেএসপিতে সাকিবকে ছাড়াই ওল্ড ডিওএইচএসকে বৃষ্টি আইনে ৫ রানে হারিয়েছে সাদা কালো শিবির। আগে ব্যাট করতে নেমে ইরফান শুক্করের ঝড়ো ফিফটিতে ৫ উইকেটে ১৫৪ রান করে মোহামেডান। জবাবে ৪ উইকেটে ১১৫ রানে থামে ওল্ড ডিএইচএস। ম্যাচ সেরা মোহামেডানের ইরফান শুক্কুর।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইকেট হাতে থাকলেও মোহামেডানের বোলারদের সামনে তেমন লড়াই করতে পারেনি ওল্ড ডিওএইচএসের ব্যাটসম্যানরা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন মাহমুদুল হাসান জনি। ওপেনার আনিসুল ইসলাম ইমন ২৩, রাকিন ১৭, অধিনায়ক মোহাইমিনুল খান ২০ রানে থাকেন অপরাজিত। মোহামেডানের শুভাগত হোম দু’টি ও তাসকিন আহমেদ নেন এক উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মোহামেডানের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন ইরফান শুক্কুর। ৪২ বলে ৬৮ রানের চমক লাগানো ইনিংস খেলে তিনি থাকেন অপরাজিত। তার ইনিংসে ছিল তিনটি চার ও পাঁচটি ছক্কার মার। ওপেনার আব্দুল মজিদ ২৯ বলে করেন ২৯ রান। শামসুর রহমান ১৭, নাদিফ চৌধুরী ১৪ রান করেন। ওল্ড ডিএইচএসের রাকিবুল হাসান দু’টি উইকেট নেন।

৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে মোহামেডান। ৮ ম্যাচে ষষ্ঠ হার ওল্ড ডিওএইচএসের। পয়েন্ট ৫। অবস্থান নবম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877