স্বদেশ ডেস্ক:
রাজধানীর বনানীতে রেলস্টেশনের সামনে গতকাল শনিবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন পিকআপের চালক আবদুল জলিল মোল্লা (৪০)।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) মীর মোহাম্মদ মাহফুজুর রহমান আজ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বনানী রেলস্টেশনের সামনের সড়ক দিয়ে ছোট একটি পিকআপ ভ্যানে ১০ থেকে ১২ জন শ্রমিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার পেছন থেকে পিকআপটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে পিকআপের চালক জলিল গুরুতর আহত হন।
পিকআপে থাকা পাঁচ শ্রমিক সামান্য আহত হন। পিকআপের চালক জলিলকে সিএনজিচালিত অটোরিকশায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন।
অটোরিকশার চালক আবদুর রাজ্জাক জানান, পথচারীরা পিকআপের চালককে তার অটোরিকশায় তুলে দিলে তিনি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আহত পাঁচ শ্রমিককেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জলিলের বাড়ি গাজীপুরের দত্তপাড়ায়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসআই মীর মোহাম্মদ মাহফুজুর রহমান আরও জানান, দুর্ঘটনায় পিকআপ ও প্রাইভেট কার দুমড়েমুচড়ে গেছে।