স্বদেশ ডেস্ক:
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বৃহস্পতিবার আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগত জানিয়েছেন। কর্নওয়ালের কার্বিস বে’তে বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন জি-৭ নেতাদের মধ্যে সম্মেলনের প্রাক্কালে এই প্রথমবারের মতো তারা সরাসরি সাক্ষাত করেন।
জনসন বলেন, ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমুদ্র তীরবর্তী এ অবকাশ কেন্দ্রে বাইডেনকে দেখে ‘সকলে একেবারে অভিভূত হয়ে পড়েন।’ এ সময় বাইডেন সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ও রসিকতা করে বলেন, ‘আমরা উভয় আনুষ্ঠানিক বিবাহ বন্ধনের আগে থেকেই একত্রে থাকা শুরু করি।’
একান্ত আলোচনা শুরু করার আগে জনসন উত্তরে বলেন, এ ব্যাপারে ‘আমি প্রেসিডেন্টের সাথে দ্বিমত পোষণ করছি না বা তিনি এ বিষয়ে যথার্থই বলেছেন।’
সূত্র : বাসস