স্পোর্টস ডেস্ক;
বায়ো-বাবল ভেদ করে বিভিন্ন দলে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় মাঝ পথে স্থগিত করা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। তবে যেকোনো মূল্যেই আসরটি শেষ করতে বদ্ধপরিকর ছিল ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই)।
দেশটির করোনা পরিস্থিতি উদ্বেগজনকহারে বাড়তে থাকায় নতুন ভেন্যুর খুঁজতেছিল বোর্ড। অবশেষে নতুন ভেন্যু ও সময় চূড়ান্ত হলো।
গতবারের মতো এবারও আইপিএলের বাকি খেলাগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বিশ্বকাপের আগেই তা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা।
তিনি বলেন, ‘আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর শুরু হবে আইপিএলের বাকি অংশ। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে অবশিষ্ট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগ পর্যন্ত চলবে আইপিএলের বাকি অংশ। যদিও আইসিসি এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপের দিন-তারিখ ঘোষণা করেনি। তবে অক্টোবরে এই বৈশ্বিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারনা করা হচ্ছে ১৮ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ।