স্বদেশ ডেস্ক:
বৈচিত্রময় এই পৃথিবীতে বিচিত্রময় সব মানুষ। একজনের চেহারার সঙ্গে আর একজনের চেহারার মিল খুঁজে পাওয়া যায় না। চিন্তা ভাবনার সঙ্গেও রয়েছে ব্যাপক পার্থক্য। কিন্তু এর মধ্যে কিছু মানুষের চেহারা দেখতে একি রকম হয়। তারা হয় জমজ।
এ রকম জমজের দেখা পাওয়াটা সহজ না। কিন্তু এমন এক গ্রামের দেখা মিলেছে সেখানে কিনা প্রতিটি ঘরে ঘরে জমজ! ছেলে হোক কিংবা মেয়ে, এখানে বহু বছর ধরে জমজ সন্তান জন্ম হচ্ছে। যে কারণে এই গ্রামের নামকরণ হয়েছে টুইন ভিলেজ।
এমনই এক মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘টুইন ভিলেজ’। আজাদ কালাম ও সুজিত বিশ্বাসের রচনায় এটি নির্মাণ করেছেন আজাদ কালাম। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শ্যামল মওলা, শশী, সালহা খানম নাদিয়া, আরফান আহমেদ, সিদ্দিকুর রহমান, চিত্রলেখা গুহ, রহমত আলী, শামীমা নাজনীন, প্রাণ রায়, মম মোর্শেদ, এ্যানি খান, পুনম জুঁই, দীপান্বিতা, সুজিত বিশ্বাসসহ অনেকে।
নির্মাতা আজাদ কালাম জানান, ‘টুইন ভিলেজ’ ধারাবাহিকটি আগামীকাল থেকে দেখা যাবে আরটিভিতে। প্রচার হবে সপ্তাহে প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ১০টায় ।