স্বদেশ ডেস্ক:
সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সাথে ইয়েমেনের চলমান সংঘাত দীর্ঘায়িত করার জন্য হাউসি আনসারুল্লাহ আন্দোলনকে দোষারোপ করেছে আমেরিকা। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আনসারুল্লাহ আন্দোলন।
মার্কিন পররাষ্ট্র দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংঘাত দীর্ঘায়িত করা এবং ইয়েমেনের মানবিক পরিস্থিতি সঙ্কটজনক পর্যায়ে নেয়ার জন্য আনসারুল্লাহ আন্দোলনকে দায়ী করা হয়।
মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের মা’রিব প্রদেশে হামলার মাধ্যমে আনসারুল্লাহ আন্দোলন এ সংঘাতকে দীর্ঘায়িত করেছে। মা’রিব হচ্ছে সৌদি সমর্থিত বাহিনীর সর্বশেষ শক্ত ঘাঁটি।
মার্কিন এই বিবৃতির বিপরীতে ইয়েমেনিরা বলছেন, তাদের দেশে মানবিক সঙ্কট তৈরি করার জন্য প্রধান দায় আমেরিকার। কারণ ইয়েমেনের ওপর অবরোধ আরোপকারী সৌদি সরকারকে অন্ধভাবে সমর্থন করে যাচ্ছে মার্কিন প্রশাসন। ইয়েমেনের অসহায় নারী ও শিশুদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটিত করার জন্য আমেরিকার বিচার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ে প্রতি আহ্বান জানিয়েছে আনসারুল্লাহ আন্দোলন।
সূত্র : পার্সটুডে