স্বদেশ ডেস্ক:
রাজধানীর মালিবাগে বৃষ্টির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। প্রথমে এক শিশু বিদ্যুতায়িত হলে তাকে বাঁচাতে গিয়ে মারা যায় অপর দুজন।
শনিবার দুপুর ২টার দিকে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পিছনে সোনা মিয়ার গলির মাজেদা বেগমের টিনসেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশুর নাম- সাবিনা আক্তার পাখি (১০) ও ঝুমা (১২)। অপর ব্যক্তির নাম আবুল (৬৫)।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মারা যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নিহত পাখির মা কুলসুম বেগম গণমাধ্যমকে বলেছেন, তাদের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার চড় মানিকপুর গ্রামে। বর্তমানে সোনা মিয়ার গলির ওই বাড়িটিতে এক ছেলে, এক মেয়ে ও স্বামী রিকশাচালক মহসিন আলিকে নিয়ে ভাড়া থাকেন। স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ত পাখি।
তিনি জানান, দুপুরে বৃষ্টির সময় পাখি পাশের বাসার ভাড়াটিয়া ঝুমার সাথে বাসার সামনে খেলছিল। এ সময় ঘরের লোহার দরজায় হাত দিলে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে সে। এটি দেখে ঝুমা পাখিকে ধরতে গেলে সেও বিদ্যুতায়িত হয়। পরে বাড়ির দারোয়ান তাদের দুজনকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শরিফুল ইসলাম জানান, বৃষ্টির সময় বাসার সামনের বিদ্যুতের খুঁটির উপর বজ্রপাত হয়। এতে তাদের টিনসেড বাসাটি বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজন অচেতন হয়ে পড়ে। পরে ঢাকা মেডিকেলে পাখিকে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। আর বাকি দুইজনকে মালিবাগ কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।
ঝুমা সিলেট জেলার জাবেদ আলীর মেয়ে।