শনিবার, ১৮ মে ২০২৪, ০২:৩২ অপরাহ্ন

নোয়াখালীতে একদিনে করোনায় আক্রান্তের রেকর্ড

নোয়াখালীতে একদিনে করোনায় আক্রান্তের রেকর্ড

স্বদেশ ডেস্ক:

নোয়াখালীতে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের রেকর্ড হয়েছে। কয়েক মাসের তুলনায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক মানুষের মাঝে করোনা শনাক্ত হয়েছে। একদিনে ৩৯টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১২৭ জনের। আক্রান্তের হার শতকরা ৩২ দশমিক ৫৬ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ৫৪ জন। এর মধ্যে মারা গেছেন ১২৩ জন।

আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, নতুন করে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের রেকর্ড হয়েছে। জেলার সদরে ৬৫, সুবর্ণচরে ৭, হাতিয়ায় ২, বেগমগঞ্জে ১৭, সোনাইমুড়ীতে ১১, চাটখিলে ২, সেনবাগে ৯, কোম্পানীগঞ্জে ১০ ও কবিরহাটে ৪জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আইসোলেশনে রয়েছে ২ হাজার ১৬১ জন রোগী। শহীদ ভুলু স্টেডিয়ামে চিকিৎসাধীন আছেন ৪৩ জন।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার আরও জানান, ঈদ পরবর্তী সময়ে জেলায় করোনা সংক্রমণ আগের চেয়ে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলায়। তাই জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকের মাধ্যমে পৌরসভা ও সদরের ৬টি ইউনিয়ন এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন ৫ জুন ভোর ৬টা থেকে ১১ জুন রাত ১২ট পর্যন্ত বলবত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877