বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

একদিনে রামেকে ১২ করোনা রোগীর মৃত্যু

একদিনে রামেকে ১২ করোনা রোগীর মৃত্যু

স্বদেশ ডেস্ক:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) করোনাভাইরাসে আক্রান্ত আরও ১২ রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে এ মৃত্যুর সংখ্যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। রামেকের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস আজ রোববার সকলে এ তথ্য জানিয়েছেন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, গতকাল শনিবার সকাল ১০টা থেকে আজ রোববার সকাল ১০টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন মারা যান। মৃতদের মধ্যে সাতজন চাঁপাইনবাবগঞ্জ জেলার। দুজন করে রাজশাহী ও নওগাঁ জেলার, অপরজন নাটোরের।

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে আটজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি চারজন উপসর্গ নিয়ে মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছেন তিনজন।

রামেক উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, বর্তমানে হাসপাতালে ২০৭ করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত ও মৃত্যু কমতে বিভাগে কঠোর লকডাউন ব্যতিরেকে গুরুত্বপূর্ণ কিছুই নেই।

ডা. ফেরদৌস বলেন, বর্তমান পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। গত বছর মার্চে দেশে করোনা শুরুর পর থেকে রাজশাহী মেডিকেলে একদিনে একসঙ্গে এতজনের মৃত্যু আগে হয়নি। সবাইকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারে পরামর্শ দিয়েছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877