মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন

খাবার পানি আনতে গেছে মা, জোয়ারের পানিতে ডুবে শিশুর মৃত্যু

খাবার পানি আনতে গেছে মা, জোয়ারের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্বদেশ ডেস্ক:

বাড়ির পাশের পুকুর থেকে খাবার পানি আনতে গিয়েছিলেন মা কুলসুম বেগম। মায়ের অজান্তে তার পিছু নেয় দেড় বছরের শিশু আবু বকর। সেখান থেকেই বাড়ির সামনে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ও পূর্ণিমার জোয়ারের লোকালয়ে প্লাবিত হওয়া পানিতে ডুবে মারা যায় আবু বকর।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হৃদয় বিদারক এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের লাকুরতলা গ্রামে। আবু বকর একই গ্রামের মাহতাব উদ্দিনের একমাত্র ছেলে।

আবু বকরের চাচি কুলসুম বেগম জানান, আবু বকরকে ঘরে রেখে তার মা পার্শ্ববর্তী পুকুর থেকে খাবার পানি আনতে যান। সেখান থেকে ঘরে এসে আবু বকরকে খুঁজে না পেয়ে এদিক-সেদিক খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির সামনে জোয়ারের পানিতে ডুবে থাকা বিল থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মেহেদী হাসান জানান, হাসপাতালে আনার আগেই আবু বকরের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অনুরোধে ইসিজি করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877