স্বদেশ ডেস্ক:
করোনা সংক্রমণের মধ্যেও ঈদের আগে-পরে মিলিয়ে প্রবাসীদের পাঠানো আয় বেড়ে হয়েছে ১৫৮ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ডলার। প্রতি ডলারের বিনিময় মূল্য ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ হাজার ৫০৫ কোটি টাকা। গত বছরের পুরো মে মাসে আয় এসেছিল ১৫০ কোটি ৪৬ লাখ ডলার। সেই হিসাবে চলতি মাসের ২০ দিনেই গত বছরের পুরো মে মাসের চেয়ে ৮ কোটি ৪২ লাখ ডলার বেশি আয় দেশে আসলো।
বড় সুখবর হলো, ঈদের আগে ৯ থেকে ১২ মে দেশে প্রবাসী আয় আসে ৫৩ কোটি ৯৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আর ঈদের পরে ১৬ থেকে ২০ মে এ পাঁচ দিনে আয় আসে ৩৬ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৮০ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, পুরো এপ্রিল মাসে প্রবাসীরা ২০৬ কোটি ৭০ লাখ ডলারের আয় দেশে পাঠিয়েছিল, যা আগের বছরের একই মাসের চেয়ে প্রায় ৯০ শতাংশ বেশি। গত বছর এপ্রিলে দেশে ১০৯ কোটি ২৯ লাখ ডলারের প্রবাসী আয় এসেছিল।
এদিকে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০১৯-২০ অর্থবছরে ১ হাজার ৮২০ কোটি ডলার বা ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয় পাঠিয়েছিল প্রবাসীরা। এছাড়া ২০১৮-১৯ অর্থবছরে দেশে প্রবাসী আয়ে রেকর্ড হয়। ওই সময় ১ হাজার ৬৪২ কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছে।