শনিবার, ১৪ জুন ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

বরিশালে ইয়াবাসহ আটক স্বামী-স্ত্রী….

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০১৯

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ইয়াবাসহ আটক স্বামী-স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। আইউব ও তার স্ত্রী নিলুফা বেগমকে ১৩ জুলাই দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ১২ জুলাই রাতে দুধল ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের আইউব গাজীর বসত ঘর থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আইউব গাজী ওই এলাকার মৃত কাসেম গাজীর পুত্র।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, গোপন খবরের ভিত্তিতে কৃষ্ণকাঠি গ্রামের আইউবের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় স্বামী-স্ত্রীকে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। ওই মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক মাহফুজ আলম তাদের কারাগারে পাঠান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ