স্বদেশ ডেস্ক:
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর সোমবার প্রথমবারের মতো আদালতে হাজির করা হলো দেশটির বেসামরিকনেত্রী অং সান সু চিকে।
আদালতে শুনানি শুরুর আগে ৩০ মিনিট তার আইনজীবী থায় মউং মউংয়ের সঙ্গে আলোচনা করেন সু চি। এ সময়তাকে সুস্থ মনে হচ্ছিল বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়।
নির্বাচনে কারচুপির অভিযোগ এনে চলতি বছরের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে সু চিকে অজ্ঞাতস্থানে আটক রাখে জান্তা সরকার।
১৯৯১ সালে শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের ৭৫ বছর বয়সি এ নেত্রীকে ওয়াকিটকি রাখার দায়ে ঔপনিবেশিকআমলের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলাও আসামি করা হয়েছে।
সেনা অভ্যুত্থানের পর গৃহবন্দি সু চিকে এর আগে প্রকাশ্যে দেখা যায়নি। সোমবারই প্রথমবারের মতো সশরীরেআদালতে হাজির করা হয় সু চিকে। আগে তাকে মাত্র একবার ভিডিও লিংকের মাধ্যমে আদালতে উপস্থাপন করাহয়েছিল। তখন তার আইনজীবীদের সঙ্গেও সরাসরি কথা বলতে দেওয়া হয়নি।