স্পোর্টস ডেস্ক:
শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসি ওয়ানডে সুপার লিগে অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি। দলে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ড সিরিজে ছুটিতে থাকা সাকিব আল হাসান। এ ছাড়াও আইপিএল খেলে দেশে ফেরা মুস্তাফিজুর রহমানও জায়গা পেয়েছেন এ দলে। তবে প্রথম দুই ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েসের।
বাংলাদেশে স্কোয়াড : তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম।
স্ট্যান্ড বাই : নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।