স্বদেশ ডেস্ক:
ফেনীর ছাগলনাইয়ায় পিকআপভ্যান ও অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। আজ বুধবার বেলা ১২টার দিকে উপজেলার শুভপুর সেতুর কাছে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। একজন হলেন চট্টগ্রামের জোরারগঞ্জের আরিফুল হক। তিনি চট্টগ্রাম কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র। অপর দুইজন হলেন ফেনীর ছাগলনাইয়ার কাজী শাহেদুল্লাহ ও হাজেরা বেগম। আহতরা হলেন আবদুল মালেক ও সিএনজি চালক আইয়ুব।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বুধবার দুপুর ১২টার ছাগলনাইয়া থেকে চট্টগ্রামের করেরহাট যাওয়ার পথে অটোরিকশা শুভপুর সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চার আরোহী নিহত হন।