রবিবার, ২৫ মে ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

কোহলিকে সমর্থকদের ‘আক্রমণ’

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০১৯
India cricket captain Virat Kohli shakes hands with a member of the public as he leaves the team hotel in Manchester city centre, the day after his team stumbled to an 18-run defeat by New Zealand at Old Trafford cricket ground in Manchester, England, Thursday, July 11, 2019. (AP Photo/Jon Super)

স্বদেশ ডেস্ক: সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে এবারের মত বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। এখন দেশে ফেরার জন্য ব্যাগ প্যাকিং চলছে। ১৩ জুলাই ম্যানচেস্টারের হোটেল ছাডার কথা ভারতীয় দলের। যদিও অধিনায়ক বিরাট কোহলি স্ত্রী আনুশকাকে নিয়ে ম্যানচেস্টারের হোটেল ছেড়েছেন আগেই। হোটেলের বাইরে ইংরেজ ভক্তরা কোহলিকে কাছে পেয়ে তার কাছে সেলফির আবদার করে বসেন। সঙ্গে হ্যান্ডশেকও করেন তারা। সেমিফাইনালে হারার পরে স্বভাবতই এখন হতাশ ভারতীয় দল। এই টুর্নামেন্টে কোহলির ব্যাটে রান এসেছে, এরপর থেকে ফ্যানের সংখ্যাও বেড়েছে। তবে সেমিফাইনালে বিরাট মাত্র ১ রান করেছেন, তাতে সমর্থকেরা বেশ হতাশ হয়েছেন। গ্রুপ লিগে এক নম্বর দল হযইে বিশ্বকাপের শেষ চারে গিয়েছিল ভারত। কিন্তু সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ কোহলি ব্রিগেডের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ