বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভার্চুয়াল আদালতে কারামুক্ত ৪০হাজার আসামি

ভার্চুয়াল আদালতে কারামুক্ত ৪০হাজার আসামি

স্বদেশ ডেস্ক: চলমান বিধিনিষেধে সারাদেশের নিম্ন আদালতে মোট ৭৪ হাজার ৪২৮টি আবেদন নিষ্পত্তি করে ৪০ হাজার ৪ জন হাজতি জামিনে মুক্ত হয়েছেন। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এছাড়া গতকাল রোববার সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ১০৬৩টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৫৮৬ জন হাজতি-অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।
তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে। ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ১২ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত মোট ২২ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৭৪ হাজার ৪২৮টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় এবং মোট ৪০ হাজার ৪ জন হাজতি-অভিযুক্ত ব্যক্তি জামিনে কারাগার মুক্ত হয়েছেন। জামিন প্রাপ্ত শিশুর সংখ্যা ৫৩০ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877