স্বদেশ ডেস্ক: সবুজ ঘাসের বুকে একজনের নতুন ইতিহাস লেখার কথা ছিল। অন্যজন তারুণ্যের কেতন ওড়াতে চেয়েছিলেন। যিনি ইতিহাস লিখতে চেয়েছিলেন তিনি ব্যর্থ হয়েছেন। উইম্বলডনের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে থামিয়ে ঘাসের বুকে বিজয় কেতন উড়িয়েছেন সিমোনা হালেপ। ২৭ বছরের রোমানিয়ান ৬-২, ৬-২ সেটে হারিয়েছেন ৩৭ বছরের মার্কিন তারকাকে।
উইম্বলডনে জিতলে ২৪টি গ্র্যান্ড স্যাম হতো সেরেনার। সেক্ষেত্রে মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেলতেন তিনি। ২০১৮ সালের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হালেপ তা হতে দেননি। ১৩ জুলাই নিজের প্রথম উইম্বলডন শিরোপা জেতার পর বলেছেন, ‘আমার বয়স যখন ১০ তখন আমার মা বলেছিলেন টেনিসে কিছু করে দেখাতে হলে তোমায় উইম্বলডনের ফাইনাল খেলতে হবে। টুর্নামেন্ট শুরুর সময় আমি বলেছিলাম, শিরোপা জিতে আমি অল ইংল্যান্ড ক্লাব কোর্টের লাইফটাইম মেম্বার হতে চাই।’ হালেপের সে আশা পূরণ হয়েছে। এই নিয়ে ক্যারিয়ারে দুটি মেজর টাইটেল জিতলেন। তবে ২৭ বছরের রোমানিয়ান ভবিষ্যতে যে আরও শিরোপা জিতবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।