স্বদেশ ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভুয়া করোনা রিপোর্ট তৈরী করে একটি মহল তার জন্মতারিখ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং।
সোমবার সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ অভিযোগ করেন।
শায়রুল কবির খান বলেন, কোনো কোনো পত্রিকার অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা রিপোর্টে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ নিয়ে বিভ্রান্তি দেখে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র কোভিড-১৯ নেগেটিভ রিপোর্টের মূল কপি সংগ্রহ করেছি। মূল কপির রিপোর্টে তার জন্ম তারিখ আর তৈরী করা নিউজের জন্ম তারিখের মাঝে কোনো মিল নেই। আমার অনুরোধ একজন জাতীয় নেত্রীকে নিয়ে, বিশেষ করে যখন তিনি অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন সেই সময়ে মিথ্যা এবং বিভ্রান্তিকর মত প্রকাশ করা সত্যি দুঃখজনক।
এ সময় তিনি সবাইকে আরো বেশি দায়িত্বশীল আচরণের জন্য অনুরোধ করেন।