স্বদেশ ডেস্ক;
উন্নত চিকিৎসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নেয়ার আবেদনে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের মতামত এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে মতামতে আইন মন্ত্রণালয় ঠিক কী বলেছে তা এখনো জানা যায়নি।
এদিকে সংক্রমণ শনাক্ত হওয়ার প্রায় চার সপ্তাহ পর খালেদা জিয়া করোনামুক্ত হয়েছেন বলে তার এক চিকিৎসক জানিয়েছেন। রোববার সকালে বিএনপি চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের সদস্য ডা. মুহাম্মদ আল মামুন জানান, খালেদা জিয়ার কোভিড পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে।