স্বদেশ ডেস্ক;
উন্নত চিকিৎসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নেয়ার আবেদনে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের মতামত এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে মতামতে আইন মন্ত্রণালয় ঠিক কী বলেছে তা এখনো জানা যায়নি।
এরআগে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তার ভাই শামীম এস্কান্দার এ আবেদন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদনটি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়। গত সোমবার থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রী করোনা পরবর্তী বিভিন্ন জটিলতায় ভুগছেন। তাকে অক্সিজেন দিতে হচ্ছে।
এদিকে সংক্রমণ শনাক্ত হওয়ার প্রায় চার সপ্তাহ পর খালেদা জিয়া করোনামুক্ত হয়েছেন বলে তার এক চিকিৎসক জানিয়েছেন। রোববার সকালে বিএনপি চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের সদস্য ডা. মুহাম্মদ আল মামুন জানান, খালেদা জিয়ার কোভিড পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে।
তিনি বলেন, ম্যাডামের তৃতীয় দফা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। প্রথম ও দ্বিতীয় দফা টেস্টের রেজাল্ট পজেটিভ ছিল। গত ১১ই এপ্রিল গুলশানের বাসায় করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া।
Like this:
Like Loading...
Related