বুধবার, ১৫ মে ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তুরস্কে চিকিৎসা নিচ্ছেন সহস্রাধিক হামাস সেনা: এরদোয়ান র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে যা জানালেন ডোনাল্ড লু বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাৎ করবেন ডোনাল্ড লু চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নির্বাচন দাবি করে নিপুণের রিট ‌বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী যুক্তরাষ্ট্র: সালমান এফ রহমান পশ্চিম কানাডার বিস্তীর্ণ অঞ্চলে দ্রুত ছড়াচ্ছে দাবানল হোটেল-রেস্তোরাঁয় ‘বিশেষ ডিসকাউন্ট অফার’ বিষয়ে যা জানা যাচ্ছে ইসরাইলকে ১০০ কোটি ডলারের অস্ত্র দিতে চাচ্ছেন বাইডেন ইসরাইলি বাহিনীর ওপর সাহসী হামলা চালাচ্ছে হামাস উখিয়ায় লাল পাহাড়ে আরসার আস্তানায় র‌্যাবের অভিযান, অস্ত্রসহ আটক ২
এবার চারজন মোশাররফ করিম!

এবার চারজন মোশাররফ করিম!

বিনোদন ডেস্ক:

দর্শকপ্রিয় নাটকগুলোর একটি মোশাররফ করিম অভিনীত ‘জমজ’। এই সিরিজের প্রথম নাটকে তিনি অভিনয় করেন দ্বৈত চরিত্রে। এরপর জনপ্রিয়তা বিবেচনা করে একে একে নির্মিত হয়েছে এর ১৩টি সিক্যুয়েল। প্রতি ঈদে টিভির পর্দায় ‘জমজ’র সিক্যুয়েল যেন বাড়তি আনন্দ যোগ করে থাকে।

কিন্তু করোনার কারণে গত ঈদে নির্মিত হয়নি এর কোনো সিক্যুয়েল। গত ঈদে ফাঁকা গেলেও এবারের ঈদে থাকছে ‘যমজ ১৪’। আগের নাটকগুলোতে তিন চরিত্রে মোশাররফ করিমকে দেখা গেছে। তবে এবারের পর্বে চারটি চরিত্রে হাজির হবেন এই অভিনেতা। এমনটাই জানিয়েছেন এর নির্মাতা আজাদ কালাম।

মোশাররফ করিম বলেন, ‘যমজ’ নাটকের জন্য সব সময় আলাদা করে সময় রাখি। গল্প, চরিত্র নিয়ে আলাদা করে ভাবি।’

এদিকে, ‘যমজ ১৪’ নাটকে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেত্রী সারিকা। এতে তিনি অভিনয় করেছেন জবা চরিত্রে। রচনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন কচি খন্দকার। লকডাউনের আগে গাজীপুরের পুবাইলে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়। আর ঈদের চতুর্থ দিন রাত সাড়ে ৮টায় এটি দেখা যাবে আরটিভিতে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877