বিনোদন ডেস্ক: বাংলায় হিংসা ছড়ানোর অভিযোগে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেছেন হাই কোর্টের আইনজীবী সুমিত চৌধুরী। ইমেল মারফত ‘কুইন’ কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। বাংলায় হিংসা আর অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন অভিনেত্রী। বিজেপিকে সমর্থন জানাতে গিয়ে বাংলার মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন জানান আইনজীবী। ঘটনার সূত্রপাত কঙ্গনার কয়েকটি টুইট নিয়ে। বাংলায় ভোটপ্রকাশের দিন টুইটারে বাংলাদেশি আর রোহিঙ্গাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি হিসেবে ব্যাখ্যা করেছিলেন কঙ্গনা। শুধু তাই নয়, বাংলাকে কাশ্মীরের সঙ্গেও তুলনা করেন তিনি। টুইটারে কঙ্গনা লেখেন, বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি।