মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

টিকার জন্য চাপ, ভারত ছাড়লেন সেরামের সিইও

টিকার জন্য চাপ, ভারত ছাড়লেন সেরামের সিইও

স্বদেশ ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের টিকা পেতে ভারতের টিকা প্রস্তুতকারক সংস্থা সেরামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদার পুনাওয়ালাকে চাপ দিচ্ছিলেন দেশটির বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীসহ ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অন্যান্যরা। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন তিনি। যাওয়ার আগে তিনি বলেছেন, ‘সব ভার আমার কাঁধে। কিন্তু আমি একা তা বহন করতে পারবো না।’

পুরো ভারত যখন করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নুয়ে পড়ছে, তখনই ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য টাইমস’র বরাত দিয়ে গতকাল শনিবার এমন খবর জানিয়েছে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

সংবাদমাধ্যমটিকে আদর পুনাওয়ালা জানিয়েছেন, টিকা পেতে তাকে চাপ দিচ্ছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কর্পোরেট কর্তাসহ প্রভাবশালীরা। এত চাপ বহন করতে পারবেন না বলেই দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’কে আদর বলেন, ‘হুমকি বললে কম বলা হয়। মানুষের প্রত্যাশা ও আগ্রাসন অভূতপূর্ব। এটা আশ্চর্যজনক। প্রত্যেকেই মনে করছেন, তার টিকা পাওয়া উচিত। তারা এটা বুঝতে চাইছেন না, কেন অন্যদেরও তাদের আগে টিকা পাওয়া উচিত। ওরা বলছে, তুমি যদি টিকা না দাও তা হলে ফল ভালো হবে না… এটা খারাপ ভাষা নয়। কিন্তু বলার ভঙ্গিমাটা খারাপ। ওদের কথা না শুনলে ওরা কী করতে পারে সেটা এর অন্তর্নিহিত অর্থ। এমন হুমকি আসছেই এবং তাদের দাবি না মানা পর্যন্ত কোনো কাজই করতে দিচ্ছে না।’

সম্প্রতি পুনাওয়ালাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। ‘দ্য টাইমস’র প্রতিবেদনে বলা হয়, পুনাওয়ালা তাদের ফোনে জানিয়েছেন, তিনি যুক্তরাজ্যে আরও কিছুদিন কাটাবেন। তার ভাষায়, ‘আমি ওই পরিস্থিতিতে আর ফিরতে চাই না। সব ভার আমার কাঁধে। কিন্তু আমি একা তা বহন করতে পারবো না।’

আদর আরও জানান, সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রভাবশালীরা। লন্ডনে থেকেও তিনি ফোন কল পাচ্ছেন। ‘আগ্রাসী’ চাপের কারণেই মূলত তিনি লন্ডনে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এখন স্ত্রী ও সন্তানদের সঙ্গে সেখানেই রয়েছেন।

এসআইআই প্রধান বলেন, ‘আমি এখানে থাকার সময় বাড়িয়েছি। কেননা আগের সেই পরিস্থিতির মুখোমুখি হতে চাই না। সবকিছুই যেন আমার উপর, অথচ আমি একা কী করতে পারি। আমি এমন কোনো পরিস্থিতিতে পড়তে চাই না, যেখানে আমি চেষ্টা করে যাব, কিন্তু এক্স, ওয়াই বা জেডকে (টিকা) দিতে না পারার জন্য তারা কী যে করে ফেলতে পারে, সেটা বুঝতেও পারব না।’ ভারতের বাইরেও টিকা উৎপাদনের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও আরেকটি কারণ বলে তিনি জানান।

টিকা তৈরির অন্য দেশের তালিকায় যুক্তরাজ্যও রয়েছে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়ে ঘোষণা আসতে পারে।

ভারতের পাশাপাশি বিশ্বের জন্য ‘দায়িত্ববোধ’ থাকার কথা জানিয়ে পুনাওয়ালা বলেন, ‘এর আগে কখনই জীবন বাঁচানোর এমন যুদ্ধের মুখোমুখি হয়ে আমাদের টিকা বানাতে হয়নি। তাই আমরা যা পারছি সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877