বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন

করোনা রোগীদের মৃত্যু সইতে না পেরে ভারতে চিকিৎসকের আত্মহত্যা!

করোনা রোগীদের মৃত্যু সইতে না পেরে ভারতে চিকিৎসকের আত্মহত্যা!

স্বদেশ ডেস্ক:

ভারতের দিল্লির একটি বেসরকারি হাসপাতালের একজন আবাসিক চিকিৎসক আত্মহত্যা করেছেন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) সাবেক প্রধান ডা. রবি ওয়ানখেদকর এক টুইটে এ খবর জানিয়েছেন।

ডা. রবি ওয়ানখেদকর টুইটে লিখেছেন, ‘সে একজন মেধাবী চিকিৎসক ছিল। মহামারির মধ্যে শত শত জীবন বাঁচাতে সাহায্য করেছে সে।’

ডা. ওয়ানখেদকর জানান, আত্মহত্যাকারী চিকিৎসক বিবেক রাই ওই বেসরকারি হাসপাতালটিতে গত এক মাস ধরে কোভিড রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। প্রতিদিন সাত থেকে আটজন সঙ্কটাপন্ন রোগীকে দেখছিলেন তিনি। কিন্তু দিন দিন রোগীদের মৃত্যু বেড়ে যাওয়ায় এই তরুণ চিকিৎসক বিষন্নতায় আক্রান্ত হন।

ওই চিকিৎসক বলেন, ‘এই হতাশাজনক পরিস্থিতিতেই, চোখের সামনে যারা মারা যাচ্ছেন তাদের দুর্ভোগ ও আবেগের সঙ্গে বসবাসের চেয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্তটি নিয়েছিলেন তিনি।’ বিবেক রাইয়ের স্ত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা বলেও জানান তিনি।

বিবেক রাইয়ের মৃত্যুর জন্য অপরাজনীতি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে না পারা ‘খারাপ প্রশাসনকে’ দায়ী করেছেন আইএমএয়ের এই সাবেক প্রধান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877