স্বদেশ ডেস্ক:
ভারতে চিকিৎসা নিতে গিয়ে করোনায় মারা গেলেন শারমিন আক্তার স্মৃতি (৩২) নামে এক গৃহবধূ। গতকাল শুক্রবার বিকেলে তিনি মারা যান। মৃত শারমিন আক্তার স্মৃতি কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়ার মঞ্জুর চিশতীর স্ত্রী।
জানা যায়, গৃহবধূ শারমিন আক্তার স্মৃতির কিডনি সমস্যা ছিল। চিকিৎসা নিতে স্বামীর সঙ্গে গত ২০ মার্চ বেনাপোল হয়ে ভারতে যান তারা। পরে সেখানে তার করোনা ধরা পড়ে। পরিস্থিতির অবনতি হলে তাকে কলকাতার বর্ধমানে ফরটিস হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে স্মৃতির মামা নুরুন্নবী বাবু জানান, বর্ধমানে কিডনির চিকিৎসা চলছিল স্মৃতির। সেখানে এক সপ্তাহ আগে স্মৃতির করোনা ধরা পড়ে। পরিস্থিতির অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার স্মৃতিকে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। গতকাল শুক্রবার বিকেলে সেখানেই তার মৃত্যু হয়।
মরদেহ বিশেষ ব্যবস্থায় দেশে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্মৃতির মরদেহ বাংলাদেশেই দাফন করা হবে। এদিকে গত ১৮ ডিসেম্বর করোনায় স্মৃতির মা শাহানা খাতুনেরও মৃত্যু হয়।
প্রসঙ্গত, ভারতে বর্তমানে করোনায় ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যায় প্রায় প্রতিদিনই হচ্ছে বিশ্ব রেকর্ড। মৃত্যুর সংখ্যাও ২৪ ঘণ্টায় ছাড়িয়েছে সাড়ে তিন হাজার। এছাড়া চিকিৎসাসহ নানা কারণে ভারতে গিয়ে যারা আটকা পড়েছেন, তারা বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারছেন। যদিও তাদের সীমান্তে করোনা পরীক্ষা করিয়ে সেখানেই ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।