বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

হিমবাহ গলনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুত হারে বাড়ছে : সমীক্ষা

হিমবাহ গলনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুত হারে বাড়ছে : সমীক্ষা

স্বদেশ ডেস্ক:

বিশ্বের প্রায় অর্ধেক হিমবাহের গলন বৃদ্ধি পেয়ে ক্রমবর্ধমান গতিতে ভর হারাচ্ছে , এতে এই শতাব্দীতে বিশ্বের এক পঞ্চমাংশ এলাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। বুধবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়।

ভূমিতে আবদ্ধ থাকা বিপুল পরিমান ফ্রোজেন পানির হিমবাহ ২০ শতকের মাঝামাঝি থেকে দ্রুত গলতে শুরু করে তবে এখন পর্যন্ত এই বরফ ক্ষয় আংশিকভাবে দেখা যাচ্ছে।

গত দুই দশকে হিমবাহ গলনের প্রকৃত হার যথাযথভাবে মূল্যায়নে এই প্রথমবারের মতো গবেষকদের একটি আন্তর্জাতিক টিম গ্রীনল্যান্ড ও এন্ট্রাকটিক বরফ স্তরসহ পৃথিবীর প্রায় ২ লাখ ২০ হাজার হিমবাহ পর্যবেক্ষণ করেছে।

প্রতি এক বছরে এই পরিমাণ পানি সুইজারল্যান্ডকে ৬ মিটার (২০ ফুট) পানির নিচে ডুবিয়ে দেয়ার জন্য যথেষ্ট।

তবে গবষকরা এ সময়ে হিমবাহ গলনের হার দ্রুততর দেখতে পেয়েছেন. ২০০০ থেকে ২০০৪ সালে প্রতি বছর এই গলনের হার ছিল ২২৭ বিলিয়ন টন, ২০১৫ থেকে ২০১৯ সময়ে এই হার ছিল ২৯৮ বিলিয়ন টন। এই সমীক্ষাকালে হিমবাহ গলনে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ২১ শতাংশ বেড়েছে , যা বছরে ০.৭৪ মিলিমিটারের সমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877